ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদায়ের আগে সতীর্থদের ভালোবাসায় সিক্ত ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাদা পোশাকে নিজের শেষ ম্যাচের আগে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ইমরুলের বিদায়ী সংবর্ধনায় মিরপুর শের ই বাংলায় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলসহ বেশ কিছু ক্রিকেট তারকা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলেন শনিবার শুরু হওয়া জাতীয় লিগের ঢাকা-খুলনা ম্যাচ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ইমরুল কায়েস। তাই এই ম্যাচের আগে হোম ক্রিকেটে ছিল সাজ সাজ রব।

বাউন্ডারি লাইনে গার্ড অব অনার পেয়েছেন এই ওপেনার। এসময় ইমরুলকে সম্মান জানাতে মিরপুরে ছুটে আসেন তামিম ইকবালও।

শুধু তামিমই নন, ইমরুলের বিশেষ দিনে মাঠে উপস্থিত ছিলেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও। এসময় ইমরুলের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন উপস্থিত খেলোয়াড়রা।

জানা গেছে ইমরুলের বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে ম্যাচের শেষ দিন বিশেষ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিউজটি শেয়ার করুন

বিদায়ের আগে সতীর্থদের ভালোবাসায় সিক্ত ইমরুল কায়েস

আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সাদা পোশাকে নিজের শেষ ম্যাচের আগে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ইমরুলের বিদায়ী সংবর্ধনায় মিরপুর শের ই বাংলায় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলসহ বেশ কিছু ক্রিকেট তারকা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলেন শনিবার শুরু হওয়া জাতীয় লিগের ঢাকা-খুলনা ম্যাচ দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ইমরুল কায়েস। তাই এই ম্যাচের আগে হোম ক্রিকেটে ছিল সাজ সাজ রব।

বাউন্ডারি লাইনে গার্ড অব অনার পেয়েছেন এই ওপেনার। এসময় ইমরুলকে সম্মান জানাতে মিরপুরে ছুটে আসেন তামিম ইকবালও।

শুধু তামিমই নন, ইমরুলের বিশেষ দিনে মাঠে উপস্থিত ছিলেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানও। এসময় ইমরুলের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন উপস্থিত খেলোয়াড়রা।

জানা গেছে ইমরুলের বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে ম্যাচের শেষ দিন বিশেষ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।