রংপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তার চেক হস্তান্তর
- আপডেট সময় : ১০:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৩৪০ বার পড়া হয়েছে
রংপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে রংপুরে বিভাগের ৪৪ শহীদ পরিবারের হাতে এসব চেক তুলে দেয়া হয়। পরিবার প্রতি পাঁচ লাখ টাকা চেক তুলে দিয়ে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে বাংলাদেশ।
সন্তান হারিয়ে শোকাতুর, জুলাই বিপ্লবের শহীদ প্রিয়’র মায়ের কন্ঠজুড়ে একরাশ হতাশা। যে বৈষম্য রোধে চার বছর বয়সী শিশু সন্তান রেখে জীবন দিয়েছে তার গণমাধ্যম কর্মী সন্তান। তার সুফল কতটা মিললো সে প্রশ্নই তার কন্ঠজুড়ে।
প্রিয়’র মা বলেন, ‘যে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল। আমার মনে হয় এখনো অনেক জায়গায় বৈষম্য রয়ে গিয়েছে।’
কেবল সামছি আরা জামান নন রংপুর বিভাগ জুড়ে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অভিন্ন সকল অনুভূতি যেন মিলেছে এক মোহনায়। কেউ সন্তান, কেউ পিতা আবার কেউ ভাই বা স্বজন হারিয়ে হতভম্ব প্রায়।
উপার্জনের পথ বন্ধ হয়ে জীবন যাপনে যখন অভাব অনুযোগের করাল গ্রাস। তখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তুলে দিলো আর্থিক সহায়তায় অনুদান। রংপুরের ৮ জেলার ৪৪ পরিবারের হাতে তুলে দেয়া হলো ২ কোটি ২০ লাখা টাকা সমপরিমাণ চেক। প্রত্যেক শহীদের উত্তরসূরিদের হাতে তুলে দেয়া হয়েছে পাঁচ লাখ টাকার চেক।
যাচাই-বাছাই শেষে আরও ২১ পরিবারকে চেক হস্তান্তর করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া তালিকার বাইরে থাকা শহীদ পরিবারের আবেদনের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া শেষ করে তিনদিনের মধ্যে বাসায় চেক পৌঁছে দেবার প্রতিশ্রুতি সংস্থার সাধারণ সম্পাদক সারজিস আলমের।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই। আমরা শুরু করেছি। প্রসেস চলছে। সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের শহীদ পরিবারের কাছে পৌঁছে যাবো।’
চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা। তুলে ধরেন জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের বীরত্বগাঁথা। এ বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে বক্তারা দেন রংপুরকে এগিয়ে নেবার আশ্বাস।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আবু সাঈদ সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছে সাহসের প্রতীক হিসেবে। প্রত্যেকের যারা গুলি খেয়ে প্রাণ দিয়েছে তারা একেকজন বীর সৈনিক।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘শুধু শারীরিকভাবে পুনর্বাসন নয় একেবারে কর্মজীবনে নিয়ে আসতে হবে। সেটার জন্য আমরা কাজ শুরু করেছি।’
স্বাধীনতার চেতনার কথা বলে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ বিভক্তি সৃষ্টি করেছে মন্তব্য করে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান সমাজকল্যাণ উপদেষ্টা। বলেন, প্রয়োজনে সমালোচনা করুন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না।