ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ উদ্ধারকর্মী নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের কর্তৃপক্ষ জানায়, যুদ্ধে এ পর্যন্ত মারাত্মক হামলাগুলোর একটি ছিল এটি। খবর বিবিসির।

হামলায় বালবেক শহরের কাছে ডৌরিসে সিভিল ডিফেন্স এজেন্সির একটি ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনটি লেবাননের সরকারের কাজে ব্যবহৃত হতো।

আঞ্চলিক গভর্নর বাছির খোদর এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে শহরের নাগরিক প্রতিরক্ষা প্রধান বিলাল রাদও রয়েছেন।

তবে এ হামলার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছে।

লেবাননের সিভিল ডিফেন্স অনুসন্ধান এবং উদ্ধার কাজ এবং অগ্নিনির্বাপক প্রতিক্রিয়াসহ জরুরি পরিষেবাগুলো পরিচালনা করে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ নাবাতিহ অঞ্চলে বৃহস্পতিবার আরেকটি ইসরায়েলি বিমান হামলা আরব সেলিম শহরের নাগরিক প্রতিরক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যায়। এতে পাঁচজন প্যারামেডিকসহ ছয়জন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে সারা দেশে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৯২ জন জরুরি ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ উদ্ধারকর্মী নিহত

আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের কর্তৃপক্ষ জানায়, যুদ্ধে এ পর্যন্ত মারাত্মক হামলাগুলোর একটি ছিল এটি। খবর বিবিসির।

হামলায় বালবেক শহরের কাছে ডৌরিসে সিভিল ডিফেন্স এজেন্সির একটি ভবন ধ্বংস হয়ে গেছে। ভবনটি লেবাননের সরকারের কাজে ব্যবহৃত হতো।

আঞ্চলিক গভর্নর বাছির খোদর এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে শহরের নাগরিক প্রতিরক্ষা প্রধান বিলাল রাদও রয়েছেন।

তবে এ হামলার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছে।

লেবাননের সিভিল ডিফেন্স অনুসন্ধান এবং উদ্ধার কাজ এবং অগ্নিনির্বাপক প্রতিক্রিয়াসহ জরুরি পরিষেবাগুলো পরিচালনা করে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ নাবাতিহ অঞ্চলে বৃহস্পতিবার আরেকটি ইসরায়েলি বিমান হামলা আরব সেলিম শহরের নাগরিক প্রতিরক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যায়। এতে পাঁচজন প্যারামেডিকসহ ছয়জন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেপ্টেম্বরে হিজবুল্লাহর সাথে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে সারা দেশে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৯২ জন জরুরি ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।