শীতের শুরুতেই দিনাজপুরে তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে
- আপডেট সময় : ০২:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতিবছর আগেভাগেই শীত ঝেঁকে বসে উত্তরের জনপদ দিনাজপুরে। এরইমধ্যে শীত জেঁকে বসতে শুরু করেছে এই জনপদে। সন্ধ্যা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। তাপমাত্রা কমার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। চলতি মাসের ১০ তারিখের পর থেকে তাপমাত্রার পারদ কমতে কমতে আজ (রোববার, ১৭ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাস্তাঘাট হেডলাইট। জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১ কিলোমিটার।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।