অক্ষয় কুমারের নতুন ছবিতে পরিচালক অজয় দেবগন
- আপডেট সময় : ১২:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
বলিউডে প্রায় হাত ধরাধরি করে শুরু হয়েছিল দুজনের কেরিয়ার। দেখতে দেখতে কেরিয়ারে প্রায় সাড়ে তিন দশক পার করে ফেলেছেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। বলিউডের দুই সুপারস্টার। অভিনয় হোক বা প্রযোজনা, শোবিজের নানান ক্ষেত্রে নিজেদের জাত নিয়েছেন তাঁরা। অজয় দেবগণ তো এখন পরিচালনার কাজেও ব্যস্ত রেখেছেন দুজনে।
বক্স অফিসে ঝড় তুলছে অজয়ের সিংঘম এগেন। তার মাঝেই বিরাট বড় সুখবর দিলেন তারকা। শনিবার হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে হাজির হয়েছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সেখানেই হিন্দুস্তান টাইমসের বিনোদন ও লাইফস্টাইলে চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরার সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্রেকিং নিউজ শেয়ার করলেন। প্রথমবার অজয় দেবগণের পরিচালনায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার।
হ্যাঁ, এটাই শনিবারের বলিউডের সবচেয়ে বড় খবর। তবে ছবি নিয়ে বিস্তারিত কোনও তথ্য ফাঁস করতে না-রাজ তাঁরা। এদিন একসঙ্গে কাজের ব্যাপারে প্রশ্ন রাখা হলে মুচকি এসে অজয় বলেন, ‘ভেবেছিলাম এটা নিয়ে পরে বড় ঘোষণা হবে। তবে আজ এই মঞ্চে বলেই ফেলি, আমি একটা ছবি ডিরেক্ট করছি, সেখানে অক্ষয় অভিনয় করছে’।
কৌতুহলী মন দিয়ে পালটা প্রশ্ন আসে, কোন জঁর ছবি সেটি? অ্যাকশন না কি কমেডি নাকি অন্য কিছু? মশকরা করে অক্ষয় বলেন, ‘সোনাল, আপনাকে আমি ছবির স্ক্রিপ্টাই পাঠিয়ে দিচ্ছি!’ হ্যাঁ ছবি নিয়ে বিস্তারিত কিচ্ছু তথ্য না দিলেও সুখবরটা জানিয়ে দিলেন অজয়-অক্ষয়।
অজয়ের সিংঘম এগেন ছবিতেও দেখা মিলেছে অক্ষয়। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ দুজনেই। তার আগেও একাধিকবার পর্দায় জুটি বেঁধেছেন দুজনে। খাঁকি, সুহাগ, ইনসানের মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
অক্ষয় কুমার জানান, আপতত ওয়েলকাম ফ্রাঞ্চাইসি নিয়ে কাজ করছেন তিনি। এই ছবির কাজ শেষ হলে হেরা ফেরি ৩ নিয়ে কাজ শুরু করবেন তিনি। খুব সম্ভবত আগামি বছর ফ্লোরে যাবে এই ছবি। এদিন আক্ষেপের সুরে অজয়-অক্ষয়কে বলতে শোনা গেল, আজকের দিনে দাঁড়িয়ে বলিউডে একতার অভাব রয়েছে।
অজয় বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা যে চার-পাঁচ শুরু করেছিলাম, যারা আজও টিকে রয়েছি, তাঁদের মধ্যে কিন্তু বন্ধুত্ব অটুট। আমরা স্ট্রাগল করেছি, সাফল্য দেখেছি, আমাদের কোনও ঝামেলা হয়নি। আমরা পরস্পরের পাশে রয়েছি। আমাদের ছবি একসঙ্গে রিলিজ করলে, আমরা আজও কথা বলি ফোনে, আলোচনা করি কীভাবে পরস্পরকে সাপোর্ট করব। কারণ ক্ল্যাশ এড়ানোটা আমাদের হাতে থাকে না সবসময়।’