ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অন্তর্বর্তী সরকার শিগগিরই নির্বাচনের রূপরেখা দেবে, আশা ব্রিটেনের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রূপরেখা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। এসময় রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান তিনি।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় বৃটেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন তার দিকে যুক্তরাজ্য তাকিয়ে আছে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন। এছাড়াও রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা করবেন।

এর আগে, শনিবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই ক্যাথরিন ওয়েস্টের সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

জানা গেছে, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর ঢাকা সফরে অগ্রাধিকারের অংশ হিসেবে তিনি বাংলাদেশে রোহিঙ্গা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা, প্রয়োজনীয় পরিসেবা ও মানবিক সহায়তা প্রদানে যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করবেন।

উল্লেখ্য ব্রিটিশ মন্ত্রীর বাংলাদেশ সফর দুই দিনের সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ক্যাথরিন ওয়েস্ট।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্যাথরিন ওয়েস্ট চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তদারকি করেন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, এবং প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তার দায়িত্বের আওতাভুক্ত।

এই সফরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকট নিয়ে ব্রিটেনের প্রতিশ্রুতি নতুন মাত্রা পেল।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকার শিগগিরই নির্বাচনের রূপরেখা দেবে, আশা ব্রিটেনের

আপডেট সময় : ০২:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রূপরেখা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। এসময় রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান তিনি।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় বৃটেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন তার দিকে যুক্তরাজ্য তাকিয়ে আছে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন। এছাড়াও রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা করবেন।

এর আগে, শনিবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই ক্যাথরিন ওয়েস্টের সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

জানা গেছে, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর ঢাকা সফরে অগ্রাধিকারের অংশ হিসেবে তিনি বাংলাদেশে রোহিঙ্গা ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা, প্রয়োজনীয় পরিসেবা ও মানবিক সহায়তা প্রদানে যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করবেন।

উল্লেখ্য ব্রিটিশ মন্ত্রীর বাংলাদেশ সফর দুই দিনের সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ক্যাথরিন ওয়েস্ট।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্যাথরিন ওয়েস্ট চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তদারকি করেন। পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, এবং প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তার দায়িত্বের আওতাভুক্ত।

এই সফরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকট নিয়ে ব্রিটেনের প্রতিশ্রুতি নতুন মাত্রা পেল।