তেল-গ্যাস শিল্পের প্রধান নির্বাহীকে জ্বালানি মন্ত্রী করলেন ট্রাম্প
- আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
আমেরিকার তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানি মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শনিবার ক্রিস রাইটকে নতুন প্রশাসনে জ্বালানি মন্ত্রী করার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে অবস্থানের কারণে পরিচিত রাইট।
ডেনভারভিত্তিক লিবার্টি এনার্জি নামের একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস রাইট। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় তিনি সমর্থন দিতে পারেন। একই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় বের করতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন বলে মনে করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়ে ট্রাম্পের বিরোধী অবস্থানেও রাইটের সমর্থন থাকতে পারে। এর আগে তিনি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছিলেন। গত বছর লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে রাইট বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে কিছু নেই। জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যে আমরা থাকছি না।’
জ্বালানি মন্ত্রী হতে এখন মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষা ক্রিস রাইটের। অনুমোদন পেলে রাইট জেনিফার গ্রানহোমের স্থলাভিষিক্ত হবেন। বৈদ্যুতিক যানবাহনের পক্ষে অবস্থান জেনিফারের। এ ছাড়া জিওথার্মাল শক্তি ও কার্বন-মুক্ত বাতাস এবং সৌর ও পারমাণবিক শক্তির সমর্থক তিনি।
অপরদিকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে ক্রিস রাইট। দারিদ্র্য থেকে মানুষকে উত্তোরণের জন্য আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়ে আসছেন তিনি।