ব্রাজিলের সৈকতে ‘ভাসছেন’ বাইডেন–মোদি, পুতিন–জিনপিং
- আপডেট সময় : ০১:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৩৭০ বার পড়া হয়েছে
গ্রুপ অফ টুয়েন্টি (জি২০) শীর্ষ সম্মেলনে বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির দেশের নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ব্রাজিল। এ অবস্থার মধ্যেই রিও ডি জেনেইরোতে একটি সমুদ্র সৈকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো নেতাদের প্রতিকৃতি (কাটআউট) পানিতে ডুবিয়ে অভিনব প্রতিবাদ করলেন আদিবাসীরা।
২০টি দেশ নিয়ে গঠিত এই গোষ্ঠীর বৈঠক ১৮ ও ১৯ নভেম্বরে অনুষ্ঠিত হবে। এই ধরনের কোনো বৈঠক ব্রাজিলে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে। এর মধ্যেই গতকাল শনিবার রিও ডি জেনেইরোতে বোটাফোগো সৈকতে ওই প্রতিবাদের আয়োজন করা হয় বলে এএফপি জানিয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দৃঢ় পদক্ষেপের দাবিতেই এই প্রতিবাদ করা হয়েছে।
জানা গিয়েছে, বোটাফোগো বে অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডের লিয়েন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মুখের বিশাল কাটআউট পানিতে আর্ধেক ডুবিয়ে রাখা হয়।
সেখানে পরিবেশবিদরা জি–২০ দেশগুলোর নেতাদের উদ্দেশে বিশেষ বার্তা তুলে ধরে ব্যানারও প্রদর্শন করেন। তাতে লেখা ছিল– ‘জি২০: সময় শেষ। পরিবেশ নিয়ে পদক্ষেপ করুন নয়ত ডুবে যান।’
নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানায় পাঁচদিনের সফর শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতত তিনি নাইজেরিয়ায় আছেন। সেখান থেকে তিনি যাবেন ব্রাজিলে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সেই সম্মেলনে উপস্থিত থাকবেন। থাকার কথা রয়েছে অন্য নেতাদেরও।
এর আগে গতবছর জি–২০-র প্রেসিডেন্ট দেশ ছিল ভারত। গত বছরের সম্মলনের ঘোষণায় ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির উৎপাদন ক্ষমতা ৩ গুণ বাড়ানোর কথা বলা হয়েছিল। এরই সঙ্গে বিশ্বজনীন জৈব জ্বালানি জোট প্রতিষ্ঠা করা হয়েছিল। এক স্বচ্ছ ও সবুজ বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখার কথা বলা হয়েছিল গত জি–২০ সম্মেলনে।