ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে আগেই। শঙ্কা জাগে ধবল ধোলাইয়ের। তবে গতকাল শনিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ে সিরিজের ব্যবধান কমিয়ে ৩-১ করেছে স্বাগতিক উইন্ডিজ।
গতকাল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান করে ইংল্যান্ড। উইন্ডিজ এ রান পেরিয়ে যায় ৬ বল আর ৫ উইকেট হাতে রেখেই। সেন্ট লুসিয়ায় রান তাড়ায় এটিই রেকর্ড জয় উইন্ডিজের। আর সব ধরনের টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি রান তাড়ায় শুধু একটি ম্যাচ জিতেছে ক্যারিবিয়ানরা। ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ২৩১ রান তাড়া করে জিতেছিল উইন্ডিজ।
অবশ্য উইন্ডিজের জয়ের পথটা সহজ করে দিয়েছেন দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুজন। দুই ওপেনারের তাণ্ডবে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৯ রান পাওয়া উইন্ডিজ ১০০ পেরিয়ে যায় ইনিংসের অষ্টম ওভারেই।
এর মধ্যে ২৩ বলে ফিফটি তুলে নেন হোপ। আর লুইস হাফ-সেঞ্চুরি করেছেন ২৬ বলে। ইনিংসের ১০ম ওভারে লুইসকে ফিরিয়ে জুটি ভাঙেন রেহান আহমেদ। এতে থেমে যায় লুইস-হোপের ১৩৫ রানের (৫৫ বল) জুটি। লুইস ৩১ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৬৮ রান করেছেন।
সঙ্গী হারিয়ে পরের বলেই রান আউট হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন শাই হোপ। ৩১ বছর বয়সী এ উইকেট কিপার ব্যাটসম্যান ২৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেছেন। দুই বলে দুই ওপেনার হারানো উইন্ডিজকে পরের বলেই আবারও ধাক্কা দেন রেহান। সদ্য উইকেটে নামা নিকোলাস পুরানকে রানের খাতা খোলার আগেই বোল্ড করেন ডানহাতি এ লেগ স্পিনার।
৩ বলে ৩ উইকেট হারালেও উইন্ডিজকে পথ হারাতে দেননি রোভমান পাওয়েল। হেটমায়ারকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ২৩ বলে ৩৬ রান করেন পাওয়েল। অবশ্য এ জুটিতে হেটমায়ারের অবদান মোটে ৭ রান। রেহানের শিকার হয়ে দলীয় ১৭২ রানে বিদায় নেন হেটমায়ার। ইনিংসের ১৭তম ওভারে আউট হন পাওয়েলও (২৩ বলে ৩৮ রান)।
জয় থেকে তখন ২৩ রান দূরে উইন্ডিজ। রোস্টন চেজকে সঙ্গে নিয়ে উইন্ডিজের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাদারফোর্ড। চেজ ৯ রানে ও রাদারফোর্ড ২৯ রানে অপরাজিত ছিলেন।
একই ভেন্যুতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল।