দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, খেলাপি ঋণ আবারও দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ।
শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছাড়িয়েছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। যা মোট ঋণের ৪০ দশমিক ৩৫ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল দুই লাখ ১১ হাজার কোটি টাকা।
২০০৮ সালে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮০ কোটি টাকা। এরপর থেকে আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে অনিয়ম ও কেলেঙ্কারি বাড়তে থাকে। ফলে বেড়ে যায় খেলাপি ঋণের পরিমাণ।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মূলত তাঁর পদত্যাগের পর ব্যাংক খাতের প্রকৃত তথ্য সামনে আসতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।