ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অজিদের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগেই ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছিলো অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে সফরকারী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। ৭ উইকেটে হারিয়ে সিরিজে একচ্ছত্র আধিপত্য দেখালো অজিরা।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় সাদা বলের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে। যদিও আগের দুই ম্যাচের ন্যায় এবারও ব্যাটিংয়ে কোনো গতি হয়নি পাকিস্তানের। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই শেষ হয়েছে তাদের ইনিংস। সব উইকেট হারিয়ে রান উঠেছে মোটে ১১৭।

যদিও ইনিংস শুরু করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ২৮ বলে এক হালি চারে করেছিলেন ৪১ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা মোটেও সে ধারা অব্যাহত রাখতে পারেননি।

১১ ব্যাটারের মধ্যে বাবর বাদে আর মাত্র তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। অজিদের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন পেসার অ্যারন হার্ডি। দুটি করে উইকেট যায় অ্যাডাম জ্যাম্পা এবং স্পেনসার জনসনের ঝুলিতে।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ৩০ রানে খুইয়ে বসে ২ উইকেট। তবে ২৭ বলে সমান পাঁচটি করে চার-ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের পক্ষে তিন উইকেট শিকার করে নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি। ম্যাচসেরা হয়েছেন ২৭ বলে ৬১ রান করা স্টয়নিস। অন্যদিকে সিরিজসেরা হয়েছেন স্পেনসার জনসন।

নিউজটি শেয়ার করুন

অজিদের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

আপডেট সময় : ১০:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

আগেই ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছিলো অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে সফরকারী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। ৭ উইকেটে হারিয়ে সিরিজে একচ্ছত্র আধিপত্য দেখালো অজিরা।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় সাদা বলের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে। যদিও আগের দুই ম্যাচের ন্যায় এবারও ব্যাটিংয়ে কোনো গতি হয়নি পাকিস্তানের। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই শেষ হয়েছে তাদের ইনিংস। সব উইকেট হারিয়ে রান উঠেছে মোটে ১১৭।

যদিও ইনিংস শুরু করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ২৮ বলে এক হালি চারে করেছিলেন ৪১ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা মোটেও সে ধারা অব্যাহত রাখতে পারেননি।

১১ ব্যাটারের মধ্যে বাবর বাদে আর মাত্র তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। অজিদের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন পেসার অ্যারন হার্ডি। দুটি করে উইকেট যায় অ্যাডাম জ্যাম্পা এবং স্পেনসার জনসনের ঝুলিতে।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ৩০ রানে খুইয়ে বসে ২ উইকেট। তবে ২৭ বলে সমান পাঁচটি করে চার-ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের পক্ষে তিন উইকেট শিকার করে নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি। ম্যাচসেরা হয়েছেন ২৭ বলে ৬১ রান করা স্টয়নিস। অন্যদিকে সিরিজসেরা হয়েছেন স্পেনসার জনসন।