রায় আসতে আসতেই সাজার মেয়াদ শেষ!
- আপডেট সময় : ১০:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
শাস্তির সংবাদ যখন প্রকাশ্যে এল, তখন দেখলেন সাজার মেয়াদই শেষ। এমনটাই ঘটেছে নিউজিল্যান্ডের পেসার ডগ ব্রেসওয়েলের সঙ্গে।
ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে কোকেন সেবনের অভিযোগে এক মাসের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন কিউই এই বোলার। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের সেন্ট্রাল ডিসট্রিকস-ওয়েলিংটন ফায়ারবার্ডসের ম্যাচ শেষে ডোপ টেস্টে ব্রেসওয়েলের ফলাফল পজিটিভ আসে। যার জন্য এই অলরাউন্ডারকে এক মাসের জন্য নিষিদ্ধ করে দেশটির স্পোর্টস ট্রাইবুন্যাল।
চলতি বছরের জানুয়ারিতে এই ঘটনা ঘটলেও ব্রেসওয়েলকে শাস্তি দেওয়া হয় ১১ এপ্রিল। যা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। মূলত ব্রেসওয়েলকে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দেয় কমিশন।
তবে কমিশনের শর্তানুযায়ী চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করায় সেই শাস্তি এক মাসে নেমে আসে। চলতি বছরের এপ্রিলে তা কার্যকর ধরা হয় যা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশনের প্রধান নির্বাহী রেবেকা রোলস ব্রেসওয়েলদের তরুণদের প্রতি দায়বদ্ধতা জানিয়ে বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করা অ্যাথলেটদের দায়িত্ব। বিনোদনমূলক মাদক, যেমন কোকেন, অ্যাথলেটদের জন্য ঝুঁকিপূর্ণ এবং অবৈধ। এগুলোর ব্যবহার যে কোনো স্তরের খেলাধুলার জন্য একটি গুরুতর সমস্যা এবং এটি খেলাধূলার বিশুদ্ধতা বিনষ্ট করে।’
২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া ব্রেসওয়েল তিন ফরম্যাটে ৬৯ ম্যাচ খেলেছেন। সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে।