ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংস্কারের আগে নির্বাচনে গেলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনে হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সারা দেশে ছয় শতাধিক নিহত ও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো জুলাই-আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া। এছাড়া হতাহতদের ক্ষতিপূরণ, গণভবনকে জাদুঘর করা, আর্থিকখাতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তবে বাজার ও দ্রবমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এছাড়া শিক্ষাখাতে সংস্কার প্রয়োজন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি, রাষ্ট্রসংস্কার না করে চট করে নির্ব্চনে গেলে ছাত্র আন্দোলনের উদেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক অঙ্গণে নতুন করে দলখবাজি-চাঁদাবাজি দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অনুপস্থিত রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার নিয়ে উদ্বেগ আছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকির আশঙ্কা রয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

সংস্কারের আগে নির্বাচনে গেলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে: টিআইবি

আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনে হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সারা দেশে ছয় শতাধিক নিহত ও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হলো জুলাই-আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়া। এছাড়া হতাহতদের ক্ষতিপূরণ, গণভবনকে জাদুঘর করা, আর্থিকখাতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। তবে বাজার ও দ্রবমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এছাড়া শিক্ষাখাতে সংস্কার প্রয়োজন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি, রাষ্ট্রসংস্কার না করে চট করে নির্ব্চনে গেলে ছাত্র আন্দোলনের উদেশ্য ব্যাহত হবে। রাজনৈতিক অঙ্গণে নতুন করে দলখবাজি-চাঁদাবাজি দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অনুপস্থিত রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার নিয়ে উদ্বেগ আছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকির আশঙ্কা রয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী পরিচালক।