ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। গত শনিবার উড়িষ্যার আবুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালানো হয়। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র–সমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখাল ভারত। অত্যাধুনিক এ অস্ত্রগুলো বায়ুমণ্ডলের খুব নিচ দিয়ে উড়ে যেতে পারে। রাডারে শনাক্ত করাও সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কঠিন। এ ছাড়া এই ক্ষেপণাস্ত্র দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রয়োজন পড়লে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফলতার মধ্য দিয়ে বড় একটি মাইলফল অর্জন করেছে ভারত।’

গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা বাড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটেও রয়েছে দেশটি। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে বড় ধরনের অস্ত্র কিনেছে দিল্লি।

এদিকে ভারতের প্রতিবেশি ও অন্যতম প্রতিপক্ষ চীন মাত্র কিছু দিন আগে এক প্রদর্শনীতে নিজেদের অত্যাধুনিক অস্ত্রগুলো প্রদর্শন করেছে। ওই প্রদর্শনীতে গোপনে হামলা চালাতে সক্ষম জে–৩৫এ যুদ্ধবিমান এবং হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন প্রদর্শন করা হয়েছে।

চীনের ওই অস্ত্র প্রদর্শনীর পরই ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সামনে এল।

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আপডেট সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। গত শনিবার উড়িষ্যার আবুল কালাম দ্বীপ থেকে এ পরীক্ষা চালানো হয়। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র–সমৃদ্ধ দেশের তালিকায় নাম লেখাল ভারত। অত্যাধুনিক এ অস্ত্রগুলো বায়ুমণ্ডলের খুব নিচ দিয়ে উড়ে যেতে পারে। রাডারে শনাক্ত করাও সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় কঠিন। এ ছাড়া এই ক্ষেপণাস্ত্র দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রয়োজন পড়লে মাঝপথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সফলতার মধ্য দিয়ে বড় একটি মাইলফল অর্জন করেছে ভারত।’

গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা বাড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোটেও রয়েছে দেশটি। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে বড় ধরনের অস্ত্র কিনেছে দিল্লি।

এদিকে ভারতের প্রতিবেশি ও অন্যতম প্রতিপক্ষ চীন মাত্র কিছু দিন আগে এক প্রদর্শনীতে নিজেদের অত্যাধুনিক অস্ত্রগুলো প্রদর্শন করেছে। ওই প্রদর্শনীতে গোপনে হামলা চালাতে সক্ষম জে–৩৫এ যুদ্ধবিমান এবং হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোন প্রদর্শন করা হয়েছে।

চীনের ওই অস্ত্র প্রদর্শনীর পরই ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর সামনে এল।