টানা তৃতীয় দিনের মতো বছরের সর্বোচ্চ দূষণের কবলে দিল্লি
- আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
টানা তৃতীয় দিনের মতো বছরের সর্বোচ্চ দূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। সাড়ে তিন কোটি বাসিন্দার শহরে সোমবার (১৮ নভেম্বর) বায়ু মান সূচক ১৭শ’ ছাড়িয়ে যায়।
আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে আইকিউ এয়ারে দিল্লির বায়ু মান সূচক ছিল ৫শ’র ওপর।
এদিন বায়ুদূষণে বিশ্বে শীর্ষ দিল্লি। মানব স্বাস্থ্যের জন্য সর্বোচ্চ নিরাপদ সীমা যেখানে ৩শ’। বাতাসে ক্ষুদ্র ধাতব কণা পিএম টু পয়েন্ট ফাইভের পরিমাণও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া নিরাপদ সীমার দেড়শ’ গুণ বেশি।
এ অবস্থায় দূষণে শ্বাসপ্রশ্বাসের জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা। দূষণের তীব্রতায় ধোঁয়াশার কারণে দিল্লিতে সর্বোচ্চ দৃষ্টিসীমা নেমে এসেছে একশ’ মিটারে।
পার্শ্ববর্তী শহর নয়ডা এবং উত্তর প্রদেশের আগ্রাতেও একই পরিস্থিতি। শীতে কম তাপমাত্রা আর বাতাস ধীর বলে কলকারখানা আর আগাছা পোড়ানোর ধোঁয়ায় দূষণ চরমে উঠেছে।