ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুই মামলায় খালাস পেলেন বিএনপি নেতা আলতাফ হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতা ও দুর্নীতির ২ মামলায় খালাস পেলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। আজ মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে খালসের আদেশ দেন বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এবং বিশেষ জজ ১ আদালতের বিচারক।

আলতাফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলার আইনজীবী বোরহান উদ্দিন জানান, ১-১১ এর সরকার তাকে রাজনীতি থেকে দূরে রাখতে মামলাটি দেন। কারাগারে আটক থাকা অবস্থায় তার কাছে সম্পদের হিসাব চাওয়া হয়। কারাগারে বসে নির্ভুল হিসাব দাখিল করলেও তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে একই কৌশলে মামলাটি চালাতে থাকে। দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০ সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে আদালত আলতাফ হোসেনকে মামলা থেকে খালাস প্রদান করেন।

এছাড়া ২০১১ সালের নাশকতা মামলা থেকেও তাকে খালাস প্রদান করা হয়। যে মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ২১ মাসের সাজা দিয়েছিলো।

এই মামলার আইনজীবী আনিসুর রহমান জানান, শুধুমাত্র তিনি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন তাই মামলাটি দিয়েছিলো আওয়ামী লীগ সরকারের লোকজন।

তিনি আরও জানান, নাশকতার যে অভিযোগে মামলা হয়েছিল সেদিন ঘটনাস্থলে ছিলেনই না আলতাফ হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

দুই মামলায় খালাস পেলেন বিএনপি নেতা আলতাফ হোসেন

আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

নাশকতা ও দুর্নীতির ২ মামলায় খালাস পেলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। আজ মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে খালসের আদেশ দেন বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এবং বিশেষ জজ ১ আদালতের বিচারক।

আলতাফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলার আইনজীবী বোরহান উদ্দিন জানান, ১-১১ এর সরকার তাকে রাজনীতি থেকে দূরে রাখতে মামলাটি দেন। কারাগারে আটক থাকা অবস্থায় তার কাছে সম্পদের হিসাব চাওয়া হয়। কারাগারে বসে নির্ভুল হিসাব দাখিল করলেও তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে একই কৌশলে মামলাটি চালাতে থাকে। দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০ সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে আদালত আলতাফ হোসেনকে মামলা থেকে খালাস প্রদান করেন।

এছাড়া ২০১১ সালের নাশকতা মামলা থেকেও তাকে খালাস প্রদান করা হয়। যে মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ২১ মাসের সাজা দিয়েছিলো।

এই মামলার আইনজীবী আনিসুর রহমান জানান, শুধুমাত্র তিনি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন তাই মামলাটি দিয়েছিলো আওয়ামী লীগ সরকারের লোকজন।

তিনি আরও জানান, নাশকতার যে অভিযোগে মামলা হয়েছিল সেদিন ঘটনাস্থলে ছিলেনই না আলতাফ হোসেন চৌধুরী।