ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৪০তম ব্যাচের এএসপি-এসআই ক্যাডারদের কুচকাওয়াজ স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের এএসপি ক্যাডেটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবার স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৪০তম এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে।

সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন) তারিক বিন রশিদ সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণবশত সহকারী পুলিশ সুপার (এএসপি) ক্যাডেটদের ২৪ নভেম্বরের কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এছাড়া ৪০তম ব্যাচের এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে, যা ২৬ নভেম্বর হওয়ার কথা ছিল।

পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।

কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

৪০তম ব্যাচের এএসপি-এসআই ক্যাডারদের কুচকাওয়াজ স্থগিত

আপডেট সময় : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের এএসপি ক্যাডেটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবার স্থগিত করা হয়েছে। পাশাপাশি ৪০তম এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে।

সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন) তারিক বিন রশিদ সাংবাদিকদের বলেন, অনিবার্য কারণবশত সহকারী পুলিশ সুপার (এএসপি) ক্যাডেটদের ২৪ নভেম্বরের কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এছাড়া ৪০তম ব্যাচের এসআই ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে, যা ২৬ নভেম্বর হওয়ার কথা ছিল।

পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।

কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।