কক্সবাজারে কৃষকের ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে কৃষকের ঘরে ঘরে এখন চলছে নবান্নের প্রস্তুতি। এরই মধ্যে আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এবার ধানের ফলন ভালো হয়েছে বলে জানালেন কৃষকরা। তবে, মজুরি কম হওয়ায় হতাশ কৃষি শ্রমিকরা।
কক্সবাজারের মাঠে মাঠে এখন পাকা রোপা আমন ধান দোল খাচ্ছে। জেলার নয়টি উপজেলায় ব্রি-৪৯, কাটারী, রনজিত, বিনা-১৭সহ উচ্চ ফলনশীল নানা জাতের ধান হাইব্রিড ধান আবাদ হয়েছে। এবার ফলনও হয়েছে ভালো।
জেলায় এরই মধ্যে ২০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। এবার মজুরি কম হওয়ায় হতাশ ধানকাটা শ্রমিকরা। ধানের সঠিক দাম পেলে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা।
এবার আমন উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেকৃষি বিভাগ। জেলায় ৭৮ হাজার ৭৩০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।