ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১০ হজ এজেন্সির তালিকা প্রকাশ করলো ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শর্তসাপেক্ষে ২০২৫ সালের হজ কার্যক্রমে অংশ নেয়ার জন্য প্রাথমিকভাবে যোগ্য আরও ১০ হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ নিয়ে ২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি ধাপে মোট ৯৩৭টি হজ এজেন্সি অনুমতি পেলো। যারমধ্যে প্রথম ধাপে গত ২৯ আগস্ট ১৩৬টি, দ্বিতীয় ধাপে গত ১৯ সেপ্টেম্বর ৬২৯টি, তৃতীয় ধাপে গত ২৫ সেপ্টেম্বর ১২৬টি এবং চতুর্থ ধাপে গত ৫ নভেম্বর ৩৬টি হজ এজেন্সির অনুমোদন দেয় ধর্ম মন্ত্রণালয়।

উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিজরি ১৪৪৬ (২০২৫) সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য ১০ হজ এজেন্সির তালিকা (৫ম পর্যায়) নির্দেশক্রমে প্রকাশ করা হলো। এ ক্ষেত্রে হজ এজেন্সিগুলোর জন্য বেশ কয়েকটি শর্তও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব শর্ত অমান্য করলে এজেন্সির নাম তালিকা থেকে বাদ দেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

শর্তগুলো হলো-
(ক) হজে প্রেরণের জন্য প্রত্যেক হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন নিশ্চিত করতে হবে।

(খ) প্রত্যেক এজেন্সি ১৪৪৬ হিজরি/২০২৫ সনে সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক হজযাত্রী প্রেরণ করতে পারবে।

(গ) প্রত্যেক হজ এজেন্সিকে নির্ধারিত সংখ্যক হজ গাইড নিয়োগ করে হজ সিস্টেমে আপলোড করতে হবে।

(ঘ) অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেয়া যাবে না। যদি কোনো এজেন্সি এ ধরনের কোনো উদ্যোগ নেয় তাহলে কোনো কারণ দর্শানো ছাড়াই ওই এজেন্সির লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঙ) পরবর্তীতে কোনো এজেন্সির হালনাগাদ তথ্য পাওয়া গেলে সেসব এজেন্সির নাম পরবর্তী তালিকায় প্রকাশ করা হবে।

(চ) তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগের কারণে দণ্ডিত হলে কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে।

(ছ) প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স ও ট্রেড লাইসেন্স এবং হালনাগাদ আয়কর সনদ জমা দেয়ার পাশাপাশি ঢাকার হজ অফিস পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

(জ) স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালকদের মধ্য থেকে হজ এজেন্সির মোনাজ্জেম নির্ধারণ করতে হবে।

(ঝ) প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

১০ হজ এজেন্সির তালিকা প্রকাশ করলো ধর্ম মন্ত্রণালয়

আপডেট সময় : ১১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

শর্তসাপেক্ষে ২০২৫ সালের হজ কার্যক্রমে অংশ নেয়ার জন্য প্রাথমিকভাবে যোগ্য আরও ১০ হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ নিয়ে ২০২৫ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি ধাপে মোট ৯৩৭টি হজ এজেন্সি অনুমতি পেলো। যারমধ্যে প্রথম ধাপে গত ২৯ আগস্ট ১৩৬টি, দ্বিতীয় ধাপে গত ১৯ সেপ্টেম্বর ৬২৯টি, তৃতীয় ধাপে গত ২৫ সেপ্টেম্বর ১২৬টি এবং চতুর্থ ধাপে গত ৫ নভেম্বর ৩৬টি হজ এজেন্সির অনুমোদন দেয় ধর্ম মন্ত্রণালয়।

উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিজরি ১৪৪৬ (২০২৫) সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য শর্তসাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য ১০ হজ এজেন্সির তালিকা (৫ম পর্যায়) নির্দেশক্রমে প্রকাশ করা হলো। এ ক্ষেত্রে হজ এজেন্সিগুলোর জন্য বেশ কয়েকটি শর্তও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব শর্ত অমান্য করলে এজেন্সির নাম তালিকা থেকে বাদ দেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

শর্তগুলো হলো-
(ক) হজে প্রেরণের জন্য প্রত্যেক হজযাত্রীর সঙ্গে হজ এজেন্সির লিখিত চুক্তি সম্পাদন নিশ্চিত করতে হবে।

(খ) প্রত্যেক এজেন্সি ১৪৪৬ হিজরি/২০২৫ সনে সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক হজযাত্রী প্রেরণ করতে পারবে।

(গ) প্রত্যেক হজ এজেন্সিকে নির্ধারিত সংখ্যক হজ গাইড নিয়োগ করে হজ সিস্টেমে আপলোড করতে হবে।

(ঘ) অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে হজে নেয়া যাবে না। যদি কোনো এজেন্সি এ ধরনের কোনো উদ্যোগ নেয় তাহলে কোনো কারণ দর্শানো ছাড়াই ওই এজেন্সির লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঙ) পরবর্তীতে কোনো এজেন্সির হালনাগাদ তথ্য পাওয়া গেলে সেসব এজেন্সির নাম পরবর্তী তালিকায় প্রকাশ করা হবে।

(চ) তালিকা প্রকাশের পর কোনো হজ এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগের কারণে দণ্ডিত হলে কারণ দর্শানো ছাড়াই সংশ্লিষ্ট এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হবে।

(ছ) প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স ও ট্রেড লাইসেন্স এবং হালনাগাদ আয়কর সনদ জমা দেয়ার পাশাপাশি ঢাকার হজ অফিস পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

(জ) স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালকদের মধ্য থেকে হজ এজেন্সির মোনাজ্জেম নির্ধারণ করতে হবে।

(ঝ) প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীর নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।