ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৯২ হাজার আসনের স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। নির্মাণ করা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যার ধারণক্ষমতা হবে প্রায় ৯২,০০০ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হবে সৌদির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে।

গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে প্রস্তুত মধ্যপ্রাচের দেশ সৌদি আরব। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

সম্প্রতি সৌদির ক্রীড়া মন্ত্রণালয় প্রকাশ করেছে স্টেডিয়ামের নকশা ও থিম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল জানান, নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্ব-দরবারে তুলে ধরতে প্রস্তুত রিয়াদ।

ইয়াসের আল মিশেহাল বলেন, ‘বিশ্ববাসীর জন্য সৌদির আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন দর্শকরা। তাদের দারুণ এক অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থা করা হবে। শহর থেকে স্টেডিয়ামগুলোর দূরত্বে মাত্র তিন ঘণ্টায় আমাদের পর্বত, দ্বীপ, সংস্কৃতি দেখার সুযোগ পাবেন দর্শকরা। গ্যারান্টি দিয়ে বলতি পারি দর্শকদের অভিজ্ঞতা দারুণ হবে।’

অত্যাধুনিক এই স্পোর্টস কমপ্লেক্সে আরও থাকছে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা।

কিং সালমান স্টেডিয়াম ছাড়াও ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবের ৫টি শহরে ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফার এই মেগা ইভেন্ট। এর মধ্যে ৮টি স্টেডিয়াম সৌদির রাজধানী রিয়াদে।

শুধু ফুটবলই নয়, ২০২৭ সালে এশিয়ান কাপ ও ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করতে আগ্রহী রিয়াদ। এছাড়া বিশ্বের জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিলের নিলামও অনুষ্ঠিত হতে যাচ্ছে জেদ্দায়। ক্রীড়া ইভেন্ট ছাড়াও সম্প্রতি ফ্যাশন শো এবং কন্সার্টের মত ইভেন্টের আয়োজন করে বিশ্ব-দরবারে নিজেদের আধিপত্য জানান দিচ্ছে সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন

৯২ হাজার আসনের স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

আপডেট সময় : ০১:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। নির্মাণ করা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যার ধারণক্ষমতা হবে প্রায় ৯২,০০০ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হবে সৌদির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে।

গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে প্রস্তুত মধ্যপ্রাচের দেশ সৌদি আরব। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

সম্প্রতি সৌদির ক্রীড়া মন্ত্রণালয় প্রকাশ করেছে স্টেডিয়ামের নকশা ও থিম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল জানান, নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্ব-দরবারে তুলে ধরতে প্রস্তুত রিয়াদ।

ইয়াসের আল মিশেহাল বলেন, ‘বিশ্ববাসীর জন্য সৌদির আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন দর্শকরা। তাদের দারুণ এক অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থা করা হবে। শহর থেকে স্টেডিয়ামগুলোর দূরত্বে মাত্র তিন ঘণ্টায় আমাদের পর্বত, দ্বীপ, সংস্কৃতি দেখার সুযোগ পাবেন দর্শকরা। গ্যারান্টি দিয়ে বলতি পারি দর্শকদের অভিজ্ঞতা দারুণ হবে।’

অত্যাধুনিক এই স্পোর্টস কমপ্লেক্সে আরও থাকছে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা।

কিং সালমান স্টেডিয়াম ছাড়াও ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবের ৫টি শহরে ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফার এই মেগা ইভেন্ট। এর মধ্যে ৮টি স্টেডিয়াম সৌদির রাজধানী রিয়াদে।

শুধু ফুটবলই নয়, ২০২৭ সালে এশিয়ান কাপ ও ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করতে আগ্রহী রিয়াদ। এছাড়া বিশ্বের জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিলের নিলামও অনুষ্ঠিত হতে যাচ্ছে জেদ্দায়। ক্রীড়া ইভেন্ট ছাড়াও সম্প্রতি ফ্যাশন শো এবং কন্সার্টের মত ইভেন্টের আয়োজন করে বিশ্ব-দরবারে নিজেদের আধিপত্য জানান দিচ্ছে সৌদি আরব।