ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই: বাণিজ্য উপদেষ্টা

- আপডেট সময় : ০২:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৮৬ বার পড়া হয়েছে

ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোন দূরত্ব নেই। দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের স্বদিচ্ছা জরুরি বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আজ (বুধবার, ২০ নভেম্বর) রাজধানীর টিসিবি ভবনের সামনে ট্রাকে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘বাজারের সিন্ডিকেট ভাঙ্গতে আরো বেশি ব্যবসায়ী ও সরবরাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।’
সেখ বশিরউদ্দীন বলেন, ‘সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে স্বস্তি দিতেই ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এই পণ্য। সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নানাপণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর।’
দুই কেজি তেল, ৫ কেজি চাল ও মশুর ডালের সাথে ৩ কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। যার প্যাকেজ মূল্য ৫৬০ টাকা।’