ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি মামলা ছাড়াও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক এসব মামলা বাতিল করেন আদালত। ::: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে ইউক্রেনকে ‘মাইন’ দিচ্ছে আমেরিকা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের জন্য অ্যান্টি-পারসোনেল ল্যান্ড মাইন দিতে সম্মত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে এসব মাইন দেওয়া হবে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন ওই কর্মকর্তা জানান, মাইন সরবরাহের অনুমোদন এমন পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করবে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে এটি ব্যবহার করা হবে।

ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে বলে জানান প্রতিরক্ষা কর্মকর্তা। তবে অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না এসব মাইন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন মাইনগুলো রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। সেগুলো বিস্ফোরণের জন্য একটি ব্যাটারির প্রয়োজন হয় এবং একবার যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে সেগুলো আর বিস্ফোরিত হবে না।

এর আগে ইউক্রেনকে ট্যাংকবিরোধী মাইন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবারই এমন অ্যান্টি-পারসোনেল মাইন সরবরাহ করা হচ্ছে বলে জানান ওই প্রতিরক্ষা কর্মকর্তা। এই মাইন দেওয়ার উদ্দেশ্য হলো, রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা।

এদিকে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লাগে। তবে ক্ষেপণাস্ত্র হামলার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে ইউক্রেনকে ‘মাইন’ দিচ্ছে আমেরিকা

আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ইউক্রেনের জন্য অ্যান্টি-পারসোনেল ল্যান্ড মাইন দিতে সম্মত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে এসব মাইন দেওয়া হবে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন ওই কর্মকর্তা জানান, মাইন সরবরাহের অনুমোদন এমন পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করবে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে এটি ব্যবহার করা হবে।

ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে বলে জানান প্রতিরক্ষা কর্মকর্তা। তবে অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না এসব মাইন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, মার্কিন মাইনগুলো রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। সেগুলো বিস্ফোরণের জন্য একটি ব্যাটারির প্রয়োজন হয় এবং একবার যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে সেগুলো আর বিস্ফোরিত হবে না।

এর আগে ইউক্রেনকে ট্যাংকবিরোধী মাইন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবারই এমন অ্যান্টি-পারসোনেল মাইন সরবরাহ করা হচ্ছে বলে জানান ওই প্রতিরক্ষা কর্মকর্তা। এই মাইন দেওয়ার উদ্দেশ্য হলো, রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা।

এদিকে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লাগে। তবে ক্ষেপণাস্ত্র হামলার জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।