শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধান উপদেষ্টার
- আপডেট সময় : ০৫:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৪২ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের এমন শিক্ষা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে। আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের চাকরি প্রত্যাশী করে তুলছে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা।’
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে। আমাদের শিক্ষা দরকার, যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করে। আমাদের তরুণদের অবশ্যই তাদের সৃজনশীল সম্ভাবনা পূরণ করতে হবে।’
এর আগে প্রধান উপদেষ্টা সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।
অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা উচিত নয়, যেখানে শুধুমাত্র পরীক্ষার স্কোরের ওপর জোর দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা সমাজে প্রজন্মের ব্যবধান কমানোর আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে অবশ্যই নতুন প্রজন্মের ভাষা বুঝতে হবে— তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে। আমাদের অবশ্যই তরুণদের ভাষা এবং চিন্তা ধারা বুঝতে হবে। আমাদের জানতে হবে, কীভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে পারে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণ ও প্রবীণ প্রজন্মের ব্যবধান বাড়ছে, এটি সমস্যা তৈরি করবে। আমাদের অবশ্যই সরকারের মধ্যে ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে।’
এসময় তিনি আমাদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ যুক্ত করার বিষয়েও জোর দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করে আসছেন। আজই প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক সচিবালয় অনুষ্ঠিত হলো।