নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এমন সাফল্যের পর ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই চেক বুঝিয়ে দিল বিসিবি।
আজ বুধবার (২০ নভেম্বর) বিসিবি কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার।
মেয়েরা চ্যাম্পিয়ন হতেই আনন্দে উদ্বেল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া হয় দেড় কোটি টাকা। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়া হয়েছিল ৫০ লাখ টাকা।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও নানা সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের পাশে দাঁড়িয়েছে বিসিবি। আবাসন সমস্যা থেকে বেতন বকেয়া—এমন নানা সমস্যা জর্জরিত চ্যাম্পিয়ন মেয়েরা। এবার নারী ফুটবলারদের সব সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মেয়েরা শিরোপা জিতে দেশে ফেরার পর তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সেসময় তিনি মেয়েদের সমস্যা সমাধান আশ্বাস দিয়ে লিখিত আকারে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।