৭ বছর বয়সেই সফটওয়্যার কোম্পানিতে চাকরির প্রস্তাব!
- আপডেট সময় : ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৪২ বার পড়া হয়েছে
৭ বছর বয়সী এক শিশুকে চাকরির প্রস্তাব দিয়ে সাড়া ফেলেছে রাশিয়ার একটি সফটওয়্যার কোম্পানি। ওই কোম্পানি তাদের করপোরেট ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে কোডিং এক্সপার্ট শিশুটিকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, চাকরির প্রস্তাব পাওয়া ওই শিশুর নাম সের্গেই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে থাকে সে। মাত্র পাঁচ বছর বয়স থেকেই ভিডিও বানায় সের্গেই। তার ভিডিওর মূল বিষয় হলো সফটওয়্যারসম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা।
সের্গেইর এসব ভিডিওর পরিপ্রেক্ষিতেই তাকে করপোরেট প্রশিক্ষণের প্রধান পদে চাকরির প্রস্তাব দিয়েছে প্রো৩২ নামের ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি। তবে রাশিয়ার আইন অনুযায়ী, ১৪ বছর না হওয়া পর্যন্ত বেতনভুক্ত চাকরিতে যোদ দিতে পারবে না কোনো শিশু।
বিবিসিকে প্রো৩২- এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগোর ম্যানডিক জানান, সের্গেইকে কীভাবে নিয়োগ দেওয়া যায় সে উপায় নিয়ে ওর বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছেন।
সের্গেইর বাবা বলেন, ‘আমরা খুবই খুশি। কবে নাগাদ সের্গেই কোম্পাানিটিতে যোগ দিতে পারবে সে অপেক্ষায় আছি।’
শিশু সের্গেইকে অনেকে প্রডিজি বলছেন। অনেক ভক্তও রয়েছে তার। সের্গেইর ইউটিউব চ্যানেলে সাড়ে ৩ হাজার জন সাবস্ক্রাইবার রয়েছে।