বড় পুকুরিয়া দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৭ নভেম্বর
- আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
বড় পুকুরিয়া কয়লা খনির ১৫৮ কোটি ৭১ লাখ টাকা অর্থ আত্মসাতের দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ (বুধবার,২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এই তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন হাজির হোন।
অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি তারা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই বছর ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। বিভিন্ন সময় ৮ জন মারা যাওয়ায় খালেদা জিয়াসহ ৮জনের বিরুদ্ধে বিচারকার্য চলমান আছে।