ইরান ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে
- আপডেট সময় : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৪৬ বার পড়া হয়েছে
পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। এরইমধ্যে প্রায় ৬০ শতাংশ উচ্চ মাত্রার ইউরেনিয়াম মজুত করে ফেলেছে তেহরান। ইসরাইলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। গত সপ্তাহেই ইরান সফর করেছেন আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি। এরপরই তেহরানের ইউরোনিয়াম সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন হয় ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের যেটির পরিমাণ প্রায় ১৮৫ কেজি। আইএইএ-এর দাবি, এরইমধ্যে ৬০ শতাংশ উচ্চ মাত্রার ইউরেনিয়াম মজুত করে ফেলেছে তেহরান। যা, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি।
ইরানের পরমাণু সক্ষমতায় লাগাম টানতে ২০১৫ সালে দেশটির সঙ্গে চুক্তি করে আমেরিকা যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। তবে, বিভিন্ন দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি চুক্তিটি। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেহরান, এমনটাই দাবি আইএইএ’র।