কিভে দূতাবাস বন্ধ করল আমেরিকা, পরিস্থিতি জটিল
- আপডেট সময় : ১২:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঝাঁজ আরও বাড়ল। বুধবার ইউক্রেনের আকাশে বড়সড় হামলা চালানো হতে পারে, গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পরই তৎপর হল আমেরিকা। ইউক্রেনের কিভে আমেরিকার দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধ করার কথা ঘোষণা করা হল। এই প্রসঙ্গে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দূতাবাস বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রুশ বাহিনীর হানার ১০০০ তম দিনে এটিএসিএমএস ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। পুতিনের দেশ দাবি করেছে, মোট ৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। ওই ৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫টিকেই আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। রুশ ভূখণ্ডে ওই অস্ত্র নিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
এই ঘটনার জেরেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। সংঘাত আরও তীব্র হয়েছে। এহেন পরিস্থিতিতে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড জুনিয়র। নতুন করে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এই আবহে বুধবার কিভে নিজেদের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিল আমেরিকা।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে। রক্তক্ষয়ী যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে। রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা। রুশ হামলা সামলে দাঁতে দাঁত চেপে লড়েছে ইউক্রেন। যুদ্ধের ১০০০তম দিনে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা এই সংঘাতপর্বে নতুন মাত্রা যোগ করেছে। ইউক্রেনের হামলার বদলা নিতে পারে রাশিয়া, রীতিমতো এই আশঙ্কাই দানা বেঁধেছে।