আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে ‘হাস্যকর’ বলল ইসরায়েল
- আপডেট সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই রায়কে ‘হাস্যকর’, ‘মিথ্যা’ এবং ‘ইহুদিবিরোধী’ বলে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
তারা বলছে, ইসরায়েলের সব যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশটি ‘চাপের কাছে নতি স্বীকার করবে না, দমে যাবে না এবং পিছুও হটবে না’।
বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।
বলা হয়েছে প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে।
হামাস নেতা মোহাম্মদ দেইফের জন্যও একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।
বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে দায়ী করার ‘যুক্তিসঙ্গত কারণ’ আছে।