খালেদা জিয়ার সাথে তিন উপদেষ্টার সাক্ষাৎ
- আপডেট সময় : ১১:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৪০ বার পড়া হয়েছে
দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেছেন অর্ন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম। এসময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা।
২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ কলেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
২০১০ সালের ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল।