ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল থামছেই না। বুধবারও (২০ নভেম্বর) ছোট্ট এই ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে।

আলজাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। সেখানকার বেইত লাহিয়া ও গাজা সিটির শেখ রাদওয়ান পাড়ায় তাদের দুই হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৯৮৫ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল থামছেই না। বুধবারও (২০ নভেম্বর) ছোট্ট এই ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে।

আলজাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। সেখানকার বেইত লাহিয়া ও গাজা সিটির শেখ রাদওয়ান পাড়ায় তাদের দুই হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৯৮৫ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।