নিজের বিয়েকে একটি চুক্তি বলে অভিহিত করলেন রহমান
- আপডেট সময় : ১২:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ আর রহমান এবং সায়রা বানু। তিন সন্তানের পিতা মাতা তাঁরা। কিন্তু হঠাৎ করে এত বছর পর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি, খবর শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সংগীত শিল্পীর ভক্তরা। এতকিছুর মধ্যে হঠাৎ করেই এ আর রহমানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল, যেখানে সংগীতশিল্পী নিজের বিয়েকে একটি চুক্তি বলেই অভিহিত করেছিলেন।
সিমির সঙ্গে রহমানের যে পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রহমান বলছেন, ‘আমি আমার কেরিয়ারের জন্য ভীষণ ব্যস্ত ছিলাম সেই সময়। পাত্রী খোঁজার সময় ছিল না আমার কাছে। ২৯ বছর বয়সে যখন আমার মা আমার জন্য পাত্রী খুঁজছিলেন, তখন আমি বলেছিলাম আমার একজন সাধারণ স্ত্রী চাই, যাতে আমি আমার সংগীত চর্চা চালিয়ে যেতে পারি।’
সংগীতশিল্পী আরও বলেছিলেন, ‘সায়রা ছিল একজন শান্ত স্বভাবের মেয়ে। তবে প্রথম দিকে ও খুব হতাশ হয়ে থাকতো কারণ যখন তখন বাইরে বের হতে পারত না আমার সঙ্গে। ও নিজেই বুঝেছিল ব্যাপারটি ভীষণ স্বাভাবিক কারণ আমি বিয়ের আগেই এই কথা ওকে বলে রেখেছিলাম। আমাদের মধ্যে এটাই চুক্তি ছিল যে ও আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করতে পারবে না। এই চুক্তিতেই আমাদের বিয়ে হয়েছিল।’
এদিকে, একটি পোস্টে গায়ক লেখেন, আশা করেছিলাম যে আমরা ৩০ বছর পূর্ণ করব। তবে সব কিছুরই একটা শেষ আছে। এমনকী এই ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বররের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা নিজেই করেন এ আর রহমান। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আমরা ভেবেছিলাম ৩০ বছর অতিক্রান্ত করে ফেলব কিন্তু তা হলো না। আমার মনে হয় সব কিছুরই পরিণতি আগে থেকেই স্থির করা থাকে। একটি ভগ্ন হৃদয় নিয়ে এটা জানাতেই হচ্ছে যে সবকিছু শেষ হয়ে গেল। সকলকে অশেষ ধন্যবাদ আমাদের এই ব্যক্তিগত মতামতকে সম্মান দেওয়ার জন্য।’