ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে’

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ৩৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এর জন্য আমেরিকাকে দায়ী করেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১শে নভেম্বর) জনগনের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

পুতিন বলেন, আমেরিকা এবং ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করার অনুমতি দেয়ার পর এই যুদ্ধ বিশ্বব্যাপী সংঘাতের দিকে যাচ্ছে। আর এর জবাবে ওই দেশগুলোতে মস্কো পাল্টা আঘাত করতে পারে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর, ইউক্রেন ১৯শে নভেম্বর মার্কিন-নির্মিত ছয়টি এটিএসিএমএস এবং ২১ শে নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালায়। এর জবাবে, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরণের হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন দাবি করেন, তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার জবাবেই মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো হয়েছে। এমনকি ক্রেমলিন বলছে, আগে থেকেই যুক্তরাষ্ট্রকে এ হামলার বিষয়ে সতর্ক করেছিল তারা। একইসাথে যেসব দেশ ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত দেবে, সেসব দেশেও হামলা চালানো হবে।

ইউক্রেনে এ রকম আরও পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তবে এই ধরনের অস্ত্র নিয়ে আরও হামলার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে বলেও জানান রাশিয়ার এই নেতা।

নিউজটি শেয়ার করুন

‘ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে’

আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এর জন্য আমেরিকাকে দায়ী করেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১শে নভেম্বর) জনগনের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

পুতিন বলেন, আমেরিকা এবং ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করার অনুমতি দেয়ার পর এই যুদ্ধ বিশ্বব্যাপী সংঘাতের দিকে যাচ্ছে। আর এর জবাবে ওই দেশগুলোতে মস্কো পাল্টা আঘাত করতে পারে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেছেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর, ইউক্রেন ১৯শে নভেম্বর মার্কিন-নির্মিত ছয়টি এটিএসিএমএস এবং ২১ শে নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালায়। এর জবাবে, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরণের হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন দাবি করেন, তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার জবাবেই মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালানো হয়েছে। এমনকি ক্রেমলিন বলছে, আগে থেকেই যুক্তরাষ্ট্রকে এ হামলার বিষয়ে সতর্ক করেছিল তারা। একইসাথে যেসব দেশ ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত দেবে, সেসব দেশেও হামলা চালানো হবে।

ইউক্রেনে এ রকম আরও পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। তবে এই ধরনের অস্ত্র নিয়ে আরও হামলার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে বলেও জানান রাশিয়ার এই নেতা।