ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কবে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ২০২৫ আইপিএলের দামামা বেজে গিয়েছে। রোববার অর্থাৎ ২৪ নভেম্বর মেগা নিলামের আসর বসছে সৌদি আরবের জেড্ডায়। যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ ২ দিন ধরে চলবে মেগা নিলামের আসর। এই নিলাম থেকে দশটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার গুছিয়ে নেবে। নিলাম পর্বের ঠিক একদিন আগেই জানা গেল কবে থেকে শুরু হবে ২০২৫ আইপিএল। অর্থাৎ আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। সব ঠিকঠাক থাকলে মার্চ মাসেই শুরু হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখন শুধু প্রহর গোনার অপেক্ষা।

একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ আইপিএল শুরু হবে ১৪ মার্চ। যা চলবে ২৫ মে পর্যন্ত। অর্থাৎ ২৫ মে ফাইনাল হবে। প্রায় দুই মাসের বেশি সময় ধরে চলবে কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগ। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায়। কারণ গত মরশুমে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়নরা উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ আয়োজন করার সুযোগ পায়। সেই নিরিখেই ইডেনে হতে চলেছে ২০২৫ আইপিএলের মেগা ফাইনাল।

জানা গিয়েছে এই প্রথমবার আগামী তিন বছরের আইপিএলের সূচি সামনে এনেছে ভারতীয় বোর্ড। সেই ওয়েবসাইটে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। আর শেষ হবে অর্থাৎ ফাইনাল ৩১ মে। পাশাপাশি ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার তিন বছরের সূচি সামনে আনা হচ্ছে। কারণ হিসাবে জানা গিয়েছে, এই টুর্নামেন্টে যেহেতু বিশ্বের প্রায় প্রতিটি দেশের ক্রিকেটার অংশ নেয়, তাই সেই সব দেশ আইপিএলের সূচি দেখে তাদের আন্তর্জাতিক সিরিজগুলি ঠিক করতে পারবে। মনে করা হচ্ছে, সেই কারণেই এমন সিদ্ধান্ত।

কারণ অতীতে দেখা গিয়েছে আইপিএলের মাঝ পথেই আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য দেশে ফিরে যেতে হয় ক্রিকেটারদের। এর ফলে সমস্যায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলি। বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজির কর্তারা অভিযোগও করেছে এই নিয়ে। এবার হয়তো ঠিক সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিউজটি শেয়ার করুন

কবে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল?

আপডেট সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আসন্ন ২০২৫ আইপিএলের দামামা বেজে গিয়েছে। রোববার অর্থাৎ ২৪ নভেম্বর মেগা নিলামের আসর বসছে সৌদি আরবের জেড্ডায়। যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ ২ দিন ধরে চলবে মেগা নিলামের আসর। এই নিলাম থেকে দশটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার গুছিয়ে নেবে। নিলাম পর্বের ঠিক একদিন আগেই জানা গেল কবে থেকে শুরু হবে ২০২৫ আইপিএল। অর্থাৎ আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। সব ঠিকঠাক থাকলে মার্চ মাসেই শুরু হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখন শুধু প্রহর গোনার অপেক্ষা।

একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ আইপিএল শুরু হবে ১৪ মার্চ। যা চলবে ২৫ মে পর্যন্ত। অর্থাৎ ২৫ মে ফাইনাল হবে। প্রায় দুই মাসের বেশি সময় ধরে চলবে কোটিপতি ফ্র্যাঞ্চাইজি লিগ। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায়। কারণ গত মরশুমে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিয়ম অনুযায়ী গতবারের চ্যাম্পিয়নরা উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ আয়োজন করার সুযোগ পায়। সেই নিরিখেই ইডেনে হতে চলেছে ২০২৫ আইপিএলের মেগা ফাইনাল।

জানা গিয়েছে এই প্রথমবার আগামী তিন বছরের আইপিএলের সূচি সামনে এনেছে ভারতীয় বোর্ড। সেই ওয়েবসাইটে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। আর শেষ হবে অর্থাৎ ফাইনাল ৩১ মে। পাশাপাশি ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল হবে ৩০ মে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার তিন বছরের সূচি সামনে আনা হচ্ছে। কারণ হিসাবে জানা গিয়েছে, এই টুর্নামেন্টে যেহেতু বিশ্বের প্রায় প্রতিটি দেশের ক্রিকেটার অংশ নেয়, তাই সেই সব দেশ আইপিএলের সূচি দেখে তাদের আন্তর্জাতিক সিরিজগুলি ঠিক করতে পারবে। মনে করা হচ্ছে, সেই কারণেই এমন সিদ্ধান্ত।

কারণ অতীতে দেখা গিয়েছে আইপিএলের মাঝ পথেই আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য দেশে ফিরে যেতে হয় ক্রিকেটারদের। এর ফলে সমস্যায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলি। বোর্ডের কাছে ফ্র্যাঞ্চাইজির কর্তারা অভিযোগও করেছে এই নিয়ে। এবার হয়তো ঠিক সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।