গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৪ হাজার ছাড়াল
- আপডেট সময় : ০২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ইসরায়েলের নির্বিচার হামলায় গত এক বছরে ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সবশেষ গত ২৪ ঘণ্টায় গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া ও শেখ রাদওয়ান এলাকায় হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক মানুষ।
এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে, সংবাদমাধ্যম আল-জাজিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং অন্তত ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় হাজার হাজার প্রাণহানির পাশাপাশি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েক দফায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ফিলিস্তিনের হামাসকে পুরোপুরি অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে।