নতুন সিইসি ও ইসিদের শপথ রোববার
- আপডেট সময় : ০৩:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
আগামী রোববার শপথ নিচ্ছেন নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার (ইসি)। সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ওইদিন বেলা দেড়টায় নতুন সিইসি ও চার ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি নিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট।
গত বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সিইসির দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। কমিশনের অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের ৫ সদস্য।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য গত ৩১ অক্টোবর একটি ৬ সদস্যের অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর প্রধান করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কমিশনের জন্য নাম সুপারিশ করার আহ্বান জানায়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নামও পাঠায়।