ভারতের ছত্তীশগড়ের বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১০ মাওবাদী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ছত্তীশগড়ের সুকমা জেলার কোন্টার ভেজ্জি এলাকায় এই অভিযান চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পুলিশ সুপার কিরণ চাভান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ১০ মাওবাদী নিহত হয়েছে। অভিযানে তিনটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
অপরদিকে ছত্তীশগড় সীমান্তের কাছে উড়িষ্যার মালকানগিরি জেলায় অভিযানে একজন মাওবাদী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবী বাহিনীর এক জওয়ান আহত হয়েছেন।
ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে রয়েছে সুকমা, দান্তেওয়াড়া ও বিজাপুরসহ মোট ৭ জেলা। এর অধিকাংশ মাও অধ্যুষিত এলাকা। চলতি বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে দেড় শতাধিক মাওবাদী নিহত হয়েছে।