প্রথমবার চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস
- আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিংস অ্যারেনায় সাদা কালোদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
জুলাই আগস্টের শহীদদের স্মরণে প্রথমবারের মতো দেশের ফুটবলে আয়োজন হয় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ফাইনাল। ফুটবলের দুই আসর প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গেলো বছর ট্রেবল জয়ী কিংসদের সময়টা ভালো যাচ্ছিলো না বেশি। এ এফসি চ্যালেঞ্জ কাপে টানা তিন ম্যাচ পরাজয়ের পর দেশের মাটিতে নতুন ফুটবল আসর শুরু চ্যালেঞ্জ কাপের এই ম্যাচ দিয়ে।
কিংস অ্যারেনায় স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের ৬ মিনিটেই কিংসের জালে প্রথম বল জড়ায় মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া কিংস ফুটবলাররা। তবে প্রথমার্ধটা নিজেদের করে নেয় অতিথি মোহামেডান।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মাঠে অপ্রত্যাশিত ঘটনা। দর্শক সারি থেকে স্মোক বোম্ব পড়ে মাঠের মাঝে। বারুদের গন্ধ কাটাতে খেলা বন্ধ ১০ মিনিটের মতো।
এরপরই ম্যাচে ফিরে বসুন্ধরা কিংস। মিগুয়েল ফেরেইরার নেয়া কর্নারে স্বাগতিকদের হয়ে প্রথম গোল তপু বর্মনের। এর কয়েক মিনিট পর আবার ব্রাজিলিয়ান এই ফুটবলারের দারুণ ক্রসে বসুন্ধরাকে এগিয়ে দেয় ফয়সাল আহমেদ ফাহিম।
পিছিয়ে পড়ে আর ম্যাচে ফেরা হয়নি সাদা কালোদের। উল্টো শেষদিকে দুই গোল করিয়ে কিংসের হয়ে তিন নম্বর গোল করেন ফেরেইরা নিজেই। উৎসবে মাতে পুরো কিংস অ্যারেনা।
গেলো বছরের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংসের আরো এক শিরোপা জয়। এবার নতুন ফুটবল সেশন জয় দিয়ে শুরু করলো বসুন্ধরা কিংস।