ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করুন’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন পদ্ধতি এখন সংস্কার না করা হলে, আর সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। জাতীয় নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচন হোক সেটাও তার চাওয়া বলে মন্তব্য করেন তিনি। তবে এসব নির্বাচন অবশ্যই কমিশন সংস্কার করে হতে হবে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে, ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে বৈঠকে বসে নির্বাচন সংস্কার কমিশন।

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নির্ণয়, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের দায়বদ্ধতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। পরে সাংবাদিকদের কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন সংস্কারে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা হচ্ছে। সবার প্রস্তাবনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

‘আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করুন’

আপডেট সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নির্বাচন পদ্ধতি এখন সংস্কার না করা হলে, আর সুযোগ হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। জাতীয় নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচন হোক সেটাও তার চাওয়া বলে মন্তব্য করেন তিনি। তবে এসব নির্বাচন অবশ্যই কমিশন সংস্কার করে হতে হবে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে, ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে বৈঠকে বসে নির্বাচন সংস্কার কমিশন।

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নির্ণয়, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের দায়বদ্ধতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। পরে সাংবাদিকদের কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন সংস্কারে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা হচ্ছে। সবার প্রস্তাবনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।