হেমন্তের শেষে কমতে শুরু করেছে তাপমাত্রা

- আপডেট সময় : ১২:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে

হেমন্তের শেষে এসে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে। এরই মধ্যে দেশের তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে কিছুটা শীতের অনুভব হলেও ঢাকায় তাপমাত্রা দিনে রাতে তাপমাত্রা উঠা নামা করছে। দেশে হাঁড় কাঁপানো শীত আসতে ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিক সময় লাগবে লাগবে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দু দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। এজন্য শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হচ্ছে। গতকাল শুক্রবার উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিস্ন ১৪.৩ ডিগ্রি আর ঢাকায় ১৪.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত অঞ্চলে পঞ্চগড় অবস্থান হওয়ায় পাহাড় হতে প্রবাহিত হিম বাতাসে বাড়াচ্ছে শীতের পরশ।
এদিকে, শীতের কারণে শীতজনিত রোগও বেড়েছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।