আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার পান্থ
- আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
এবারের মেগা নিলামের (IPL Mega Auction) রেকর্ড অর্থের ছড়াছড়ি। যেই দুই ক্রিকেটারের দিকে সবার নজর ছিল। তারাই কিনা রেকর্ড অর্থে দলে গেলেন। নিলাম শুরু প্রথম এক ঘণ্টার মধ্যেই সবচেয়ে ধনি ক্রিকেটার খুঁজে পাওয়া গেল। গতবার কলকাতা নাইট রাইডার্সকে (KKR) চ্যাম্পিয়ন করেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু তারপরও কেকেআর ফ্র্যাঞ্চাইজি শ্রেয়সকে ধরে রাখেনি। কারণ হিসাবে সূত্র মারফত জানা যায়, তাঁকে নাকি কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মোটা টাকার প্রস্তাব দেয়। যার ফলে তাঁকে দলে রাখেনি কেকেআর। কিন্তু নিলামের মঞ্চে মাত্র ২ কোটি টাকার বেস প্রাইসে দাঁড়িয়েছিলেন প্রাক্তন নাইট অধিনায়ক। তাঁকে দলে নেওয়ার জন্য হাতও বাড়ান ভেঙ্কি মাইসোররা। কিন্তু শেষ পর্যন্ত তিনি চলে গেলেন প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে (PBKS)।
শুরু কেকেআর হাত তুললেও, দিল্লি ক্যাপিটালস আসরে নামে। বেশ অনেকক্ষণ ধরেই লড়াই চালায় কেকেআর,দিল্লি এবং পঞ্জাব। কিন্তু অতিরিক্ত দাম উঠে যাওয়ায় সরে দাঁড়ায় কেকেআর। সেখান থেকেই নিজেদের পকেটে তুলে নেয় পঞ্জাব কিংস। ২৬.৭৫ কোটি টাকায় বিক্রি হলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পান শ্রেয়স। কিন্তু সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী থাকেনি। কারণ সেই জায়গায় থাবা বসান ঋষভ পান্থ। রেকর্ড অর্থে তাঁকে দলে নিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস।
এমনটা যে হবে তা আগেই বোঝা গিয়েছিল। কারণ পান্থকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি যে ঝাপাবে তার আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল। পাশাপাশি এবারের মেগা নিলামে যে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠতে পারেন পান্থ, সেই আশঙ্কাও করা হয়েছিল। এদিন ঠিক সেটাই হল। শ্রেয়সের রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হল না পান্থের জন্য। এই তারকা ক্রিকেটারকে নিতে ঝাপায় আরসিবি, দিল্লি, লখনউ সহ আরও অনেক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু পান্থের দাম ২০ কোটির গণ্ডি পার হতেই লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ২৭ কোটি টাকার জন্য বিড করেন। লখনউয়ের সেই বিডে আর কেউ সাড়াই দেয়নি। এর ফলে ২৭ কোটি টাকায় লখনউয়ে জায়গা করে নিল ঋষভ পান্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়লেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।