জিএসপি পেতে সঠিক পথেই রয়েছে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি সুবিধা পেতে শ্রম অধিকার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে। এ নিয়ে কাজ চলছে এবং সরকার সঠিক পথেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি সুবিধা পাওয়ার আশা রয়েছে।
আজ রোববার সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তিনি বাণিজ্য উপদেষ্টা।
শেখ বশিরউদ্দিন বলেন, শ্রম নিরাপত্তা, নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠনের অধিকারসহ ১১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রেও সেই সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।