ভোটারদের কোনো দামই ছিল না: রিজভী
- আপডেট সময় : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন করতেন তারা শেখ হাসিনার হয়ে কাজ করতো। এদের কাছে অবাধ সুষ্ট নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন এটার কোন মূল্যই ছিল না। ভোটারদের কোন দামই ছিল না।’
এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ। যেটার জন্য জনগণ সবসময় সমর্থন দিয়েছে।’
আজ রোববার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব, ‘নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। নির্বাহী বিভাগ যদি তাদের অন্যায় আদেশ করেন তা না শুনার তাদের অধিকার আছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও ছিল গণতন্ত্রের আন্দোলন, সেখানেও ছিল ফ্যাসিবাদকে পতনের আন্দোলন। একটা প্রকৃত গণতন্ত্রে একজন ব্যক্তি তার নিজের স্বাধীন ইচ্ছায় তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে, সেটাই গণতন্ত্রের প্রকৃত নমুনা।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগরসহ দলীয় নেতা কর্মীরা। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা কর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জল কুমার মণ্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।