মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে

মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও দুই কক্ষ বিশিষ্ট সংসদসহ বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন বিশিষ্টজনেরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর তারা একথা সাংবাদিকদের জানান। না ভোটের বিধান রাখা, ইসির সক্ষমতা বাড়ানো এবং কেনাকাটা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা রাখার পরামর্শও দিয়েছেন বিশিষ্টজনেরা।
নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন এ প্রসঙ্গে ধারাবাহিক আলোচনায় অংশ নিচ্ছে অংশীজনদের সঙ্গে। রোববার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রস্তাবনা দেন তারা।
এসময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, অনেক প্রস্তাব এসেছে। এসব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে।