সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

- আপডেট সময় : ০২:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই সাবেক প্রধান বিচারপতি। চিকিৎসা নিচ্ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ বিভাগ ও বিচারপতি রুহুল আমিনের ঘনিষ্ঠজনরা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনস্থ ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের জানাজার নামাজ হবে।
১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন দেশের ১৫তম প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। ২০০৭ সালের ১ মার্চ এ পদে যোগদান করেন তিনি। পরে ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।