আওয়ামী লীগের অনেকেই বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেকেই গা ঢাকা দিয়ে আছে, যাদের নাম শুনলে গা শিউরে উঠবে। তারা এখন আমাদের দলের কারও কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।’
রোববার (২৪ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটা ঘরে অনেক জিনিসপত্র থাকে, আবার ছারপোকাও থাকে, এটা দেখা যায় না। যখন গায়ে কামড় দেয়, তখন তার উপস্থিতি বুঝতে পাড়া যায়। এদের আলোতে দেখা যায় না। আমাদের দলের মধ্যেও কিছু অন্ধকারে চলা লোক আছেন। তাদেরকে আমি চিনি। তাদেরকে বলব, ছারপোকার কামড়ে যন্ত্রণা দিতে পারলেও আমাদের চিরস্থায়ীভাবে পরাস্ত করার সুযোগ নেই। ছারপোকা মারার অভ্যাস আমাদের নেই, যদি অভ্যাস হয় তাহলে ক্ষতি হবে। দলের নীতি-আদর্শ এবং জনগণের ভাবনা চিন্তার সাথে একাত্ম হয়ে বিএনপি করতে হবে।’
শুধু নিজের লাভের জন্য বিএনপি করলে চলবে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণের ভালোবাসাই বিএনপির লাভ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাভ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আশীর্বাদ।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান, ‘শেখ হাসিনা যেখানে, আমরা আছি সেখানে’। ধন্যবাদ আওয়ামী লীগ নেতাকর্মীদের, ওরা ওদের কথা রেখেছে। এখন শেখ হাসিনা যেখানে আছে, তারাও সেখানে আছে। তারা বাড়ি ঘরে নেই।
গয়েশ্বর বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি-স্বামী নির্বাচনে ঢাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি করেছে আওয়ামী লীগ। সেই ঘটনায় আমাদের দলের নিরিহ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। খুনটা করল ওরা, মামলা দিল আমাদের নেতাকর্মীদের নামে।
হাজী মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা বিএনপির মোজাদ্দেদ আলী বাবু ও হাজি মোস্তাফিজুর রহমান।