ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৩৯৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও দুই কক্ষ বিশিষ্ট সংসদসহ বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন বিশিষ্টজনেরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর তারা একথা সাংবাদিকদের জানান। না ভোটের বিধান রাখা, ইসির সক্ষমতা বাড়ানো এবং কেনাকাটা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা রাখার পরামর্শও দিয়েছেন বিশিষ্টজনেরা।

নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন এ প্রসঙ্গে ধারাবাহিক আলোচনায় অংশ নিচ্ছে অংশীজনদের সঙ্গে। রোববার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রস্তাবনা দেন তারা।

এসময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, অনেক প্রস্তাব এসেছে। এসব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রস্তাবনা

আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও দুই কক্ষ বিশিষ্ট সংসদসহ বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন বিশিষ্টজনেরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর তারা একথা সাংবাদিকদের জানান। না ভোটের বিধান রাখা, ইসির সক্ষমতা বাড়ানো এবং কেনাকাটা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা রাখার পরামর্শও দিয়েছেন বিশিষ্টজনেরা।

নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন এ প্রসঙ্গে ধারাবাহিক আলোচনায় অংশ নিচ্ছে অংশীজনদের সঙ্গে। রোববার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে সংস্কার কমিশন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রস্তাবনা দেন তারা।

এসময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, অনেক প্রস্তাব এসেছে। এসব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে।