ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লা-লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো বার্সা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্প্যানিশ লা-লিগায় টানা দুই ম্যাচ পয়েন্ট হারাল টেবিল টপার বার্সেলোনা। পাঁচ মিনিটের নাটকীয়তায় সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হেনসি ফ্লিকের দল।

সেল্টা ভিগোর মাঠে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নেয় বার্সা। প্রথমার্ধের ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দল।

বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে লিড দ্বিগুণ করে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি। ডান পায়ের জড়াল শটে আসরে নিজের ১৫তম গোল পান তিনি।

জয় তখন মিনিট দশেক দূরে কাতালোনিয়ানরা, কিন্তু সেল্টা ভিগোর ৪ মিনিটের ঝড়ে ভেঙ্গে যায় বার্সার জয়ের আশা। ম্যাচের ৮২ মিনিটে লালকার্ড পান বার্সা মিডফিল্ডার মার্ক কাসাদাও।

সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে সেল্টাকে এগিয়ে দেন আলফনসো গঞ্জালেস। দুই মিনিট পর আরেক গোলে দলকে সমতায় ফেরান হুগো আলভারেজ।

শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচ। এ নিয়ে লা-লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো বার্সা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় দল রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

লা-লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো বার্সা

আপডেট সময় : ০১:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

স্প্যানিশ লা-লিগায় টানা দুই ম্যাচ পয়েন্ট হারাল টেবিল টপার বার্সেলোনা। পাঁচ মিনিটের নাটকীয়তায় সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হেনসি ফ্লিকের দল।

সেল্টা ভিগোর মাঠে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নেয় বার্সা। প্রথমার্ধের ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দল।

বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে লিড দ্বিগুণ করে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি। ডান পায়ের জড়াল শটে আসরে নিজের ১৫তম গোল পান তিনি।

জয় তখন মিনিট দশেক দূরে কাতালোনিয়ানরা, কিন্তু সেল্টা ভিগোর ৪ মিনিটের ঝড়ে ভেঙ্গে যায় বার্সার জয়ের আশা। ম্যাচের ৮২ মিনিটে লালকার্ড পান বার্সা মিডফিল্ডার মার্ক কাসাদাও।

সুযোগ কাজে লাগিয়ে ৮৪ মিনিটে সেল্টাকে এগিয়ে দেন আলফনসো গঞ্জালেস। দুই মিনিট পর আরেক গোলে দলকে সমতায় ফেরান হুগো আলভারেজ।

শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ম্যাচ। এ নিয়ে লা-লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো বার্সা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল আতলেতিকো মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় দল রিয়াল মাদ্রিদ।