খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। আজ (সোমবার, ২৫ নভেম্বর) রাত পৌনে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সৌজন্যে সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো বিদেশি কূটনীতিকের সাথে সাক্ষাৎ করলেন।