চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। আজ সোমবার (২৫শে নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। জাতীয় পতাকা অবমাননার অভিযোগের মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ৩০শে অক্টোবর চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।
সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।